ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডবে শ্রীলঙ্কা ও ভারতের দক্ষিণাঞ্চলে অন্তত ২০ জনের ম্রিত্তুর খবর পাওয়া গেছে। যার মধ্যে ১৭ জন শ্রীলঙ্কার এবং ৩ জন ভারতের তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা।
শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এর ফলে দেশটির উপকূলীয় এলাকাগুলোতে ২০ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৪ লাখ ৭০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
ঘূর্ণিঝড় ফিনজাল প্রথমে শ্রীলঙ্কার উপকূলে আঘাত হানে। পরে ভারতের তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূলে তাণ্ডব চালায় ।
দেশগুলোর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কা ও ভারতে আঘাত হেনেছে।
এদিকে ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে ঢাকাতেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে, বেড়েছে শীতের মাত্রা।