কক্সবাজারে ঘর থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের কইন্যারকুম এলাকায় মাতামুহুরী নদী থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানালে রাতে গিয়ে বদরখালী নৌ পুলিশের একটি দল তা উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় তার শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
নিহত যুবকের নাম মোহাম্মদ হাসান মুরাদ ওরফে মানিক (২৮)। তিনি চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের পশ্চিম নয়াপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে এক ব্যক্তি মানিককে ঘরে ডেকে নেয়। এরপর থেকে আর তার খোঁজ পাওয়া যাচ্ছেনা। টাকা-পয়সা নিয়ে ঝামেলার কারণে তাকে খুন করা হতে পারে।
বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন জানিয়েছেন, নিহত যুবকের কোমরের নিচে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।