ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার সকালে কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট সময়মতো অবতরণ করতে পারেনি। কুয়াশার কারণে ফ্লাইটগুলো সিলেট ও পাশের দেশ ভারতে অবতরণ করতে বাধ্য হয় ।
বিমানবন্দর সূত্র জানায়, কুয়েত থেকে আসা জাজিরা এয়ারওয়েজের দুটি ফ্লাইট এবং মাসকাট থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা ছিল, তবে ঘন কুয়াশার কারণে সেগুলো কলকাতা নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই তিনটি ফ্লাইটের মধ্যে দুটি ছিল কুয়েত সিটি থেকে আসা, যার নির্ধারিত সময় ছিল ভোর ৪টা এবং ৫টা ৩০ মিনিটে। আর সালাম এয়ারের ফ্লাইটটি ছিল ৪টা ৪০ মিনিটে।
ফ্লাইট রাডারের দেয়া তথ্য অনুযায়ী, ঢাকা আকাশে কুয়াশার কারণে শারজাহ, দুবাই, সিঙ্গাপুর, জেদ্দা, দোহা এবং কলকাতা থেকে ঢাকাগামী অন্যান্য ফ্লাইটগুলোও ১ থেকে ৩ ঘণ্টা দেরিতে অবতরণ করেছে। একই কারণে, ঢাকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলোর মধ্যে ৩ থেকে ৪টি ফ্লাইটও দেরিতে ছেড়েছে।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান, “ঘন কুয়াশার কারণে কিছু ফ্লাইট সিলেট ও কলকাতা বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। তবে আইএলএস ক্যাটাগরি উন্নীত করার ফলে এই ধরনের ডাইভার্টের সংখ্যা অনেক কমে এসেছে।”
এছাড়া বিমানবন্দরে একাধিক ফ্লাইট একসঙ্গে উড্ডয়ন এবং অবতরণের অপেক্ষায় থাকায় রানওয়েতে কিছুটা ট্রাফিকের সৃষ্টি হয়েছে বলে জানানো হয়।