ঘন কুয়াশার কারণে নাটোরে ছয়টি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন ট্রাক ড্রাইভার ও একজন অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন অন্তত সাতজন।
সোমবার সকাল ৭টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক ড্রাইভারের নাম মো. হুসাইন (৩৫) । তবে নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি এখনও।
এই দুর্ঘটনার কারণে সড়কে তীব্র যানজট তৈরি হয়। রাস্তায় বিভিন্ন ধরণের গাড়ির দীর্ঘ সারি হয়ে যায়।
নাটোর সড়ক বিভাগ জানিয়েছে, রেকার দিয়ে রাস্তা থেকে ট্রাক সড়ানোর চেষ্টা হচ্ছে। এরপরই যান চলাচল স্বাভাবিক হবে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ডালসড়ক এলাকায় বালু বোঝাই এবং পাথর বোঝাই ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পাথর বোঝাই ট্রাকের পেছনের চারটি ট্রাকের মধ্যেও সংঘর্ষ হয়।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরাও উদ্ধার তৎপরতা চালাচ্ছে। হতাহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।