মুন্সিগঞ্জে ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেশ কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ১৫ জন।
রবিবার সকাল থেকে এক্সপ্রেসওয়ের পৃথক তিনটি জায়গায় এ দুর্ঘটনা ঘটেছ।
নিহত ব্যক্তির নাম মো. ফরহাদ হোসেন (৪০)। তিনি একটি বাসের চালক ছিলেন। ফরিদপুরের ভাঙার বাসিন্দা তিনি। আহত ব্যক্তিদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে এক্সপ্রেসওয়েতে প্রায় ৭টি বাস, ট্রাক ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়। উদ্ধারকাজের জন্য দুই ঘন্টা যানবাহন চলাচল ব্যাহত হয়।