রাজধানীর গুলশানে এক ইন্টারনেট ব্যবসায়ী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে গুলশানের পুলিশ প্লাজার সামনে এ গোলাগুলির ঘটনা ঘটে।
নিহত ইন্টারনেট ব্যবসায়ীর নাম সুমন (৩৫) । তার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
গুলশান থানার উপ-পরিদর্শক এসআই মো. মারুফ আহমেদ জানিয়েছেন, গুলশানের পুলিশ প্লাজার সামনে দিয়ে হেটে যাওয়ার সময় কয়েকজন সন্ত্রাসী তাকে বুকে,পেটে এবং মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ব্যবসায়ীক দ্বন্দ্ব থেকে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।
নিহত সুমনের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানা এলাকায়। মহাখালী টিভি গেট এলাকায় তার বাসা।