গুয়াতেমালায় একটি সেতু থেকে বাস খাদে পড়ে ৫১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
স্থানীয় সময় সোমবার ফায়ার সার্ভিসের মুখপাত্র মাইনর রুয়ানো সাংবাদিকদের জানান, বাসটির ধ্বংসাবশেষের মধ্যে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। ইতোমধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৫ জন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তা প্রাদেশিক মর্গে পাঠানো হয়েছে।
গুয়েতেমালার রাজধানী থেকে যাওয়ার পথে পুয়েন্তে বেলিস নামক স্থানে সেতু পারাপারের সময় বাসটি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো । তিনি আহত ও নিহতদের উদ্ধার করার জন্য সেনাবাহিনী এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাকে দ্রুত ও কার্যকরী ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।