আফ্রিকার দেশ গিনিতে ফুটবল ম্যাচ ঘিরে ভয়াবহ সংঘর্ষে শতাধিক সমর্থকের মৃত্যু হয়েছে।
রেফারির সিদ্ধান্ত নিয়ে সৃষ্ট গোলযোগ পরবর্তীতে ভয়াবহ সংঘর্ষে রূপ লাভ করে। গ্যালারি থেকে দর্শকরা মাঠে নেমে আসে। এমনকি রেফারির শরীরে পাথর নিক্ষেপেরও ঘটনা ঘটে।
বার্তা সংস্থা ‘এএফপি’র খবরে উঠে এসেছে, গ্যালারি থেকে মাঠে ঢুকে দুই দলের সমর্থকরা হাতাহাতি শুরু করে। হাতাহাতি থেকে তা রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়। পরে তা স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে যায়। এক সময় বিক্ষুব্ধ সমর্থকরা স্থানীয় থানাতেও আগুণ দেয়।
এই ঘটনায় স্থানীয় হাসপাতালের মর্গে লাশের স্তুপ দেখতে পাওয়া গেছে। আবার সোস্যাল মিডিয়াতে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে লাশ পড়ে থাকার চিত্র দেখা গেছে। তবে ভিডিওগুলোর সত্যতা নিশ্চিত করা যায়নি।
এই ঘটনায় কতজন মারা গেছে তার কোন সুনির্দিষ্ট তথ্য মেলেনি। তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় হাসপাতালের এক চিকিৎসক অন্তত ১০০ জনের মৃত্যুর খবর জানিয়েছেন।
সংঘাত প্রশমনে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীকে বেগ পেতে হচ্ছে। গিনির প্রধানমন্ত্রী মামাদু ওরি বাহ সমর্থকদের শান্ত থাকার আহবান জানিয়েছেন।
সংবাদসংস্থা এএফপি খবরে উঠে এসেছে, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর এনজেরেকোরে জুনটা নেতা মামাদি দৌমবৌয়াকে সংবর্ধনা দেওয়ার জন্য আয়োজিত হয়েছিল এই ফুটবল ম্যাচ। ২০২১ সালে বলপূর্বক গিনির ক্ষমতা দখল করেছিলেন তিনি।