গাজীপুর মহানগরের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় স্থানীয়দের হামলায় আহতদের মধ্যে আবুল কাশেম (২০) নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়েছে।
তার মৃত্যুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখন পর্যন্ত নতুন কোনো কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন গাজীপুর শাখার মুখপাত্র বশির আহমেদ।
তিনি জানান, আমরা সিদ্ধান্ত নিয়েছি, কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর প্রথম ও গাজীপুরের রাজবাড়ী মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তবে কখন হবে, তা এখনো সিদ্ধান্ত হয়নি।
গত শুক্রবার রাতে গত মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় স্থানীয়দের হামলায় ১৫ জন আহত হয়েছিলেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে সর্বশেষ ১৩২ জনকে গ্রেপ্তার করার তথ্য পাওয়া গেছে।