গাজীপুরে সড়ক দুর্ঘটনায় জান্নাতুল ফেরদৌস (৩২) নামের এক নারী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা।
আজ বুধবার সকাল ৮টা থেকে গোল্ডেন রিফিট গার্মেন্টসের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এই গার্মেন্টসে কাজ করতেন জান্নাতুল ফেরদৌস ।
জানা গেছে, জান্নাতুল ফেরদৌসের সন্তান অসুস্থ থাকায় গতকাল ছুটি চেয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও তাকে ছুটি না দিয়ে, পরিচয়পত্র রেখে কাজ থেকে বের করে দেওয়া হয়। আজ সকালে মহাসড়ক অতিক্রম করার সময় অটোরিকশা ও ট্রাকের চাপায় তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।
শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষ নিহত শ্রমিকের লাশ কারখানার ভেতরে রেখে প্রতিবাদ ঠেকানোর চেষ্টা করেছে।
বিক্ষুব্ধ শ্রমিকরা হত্যার বিচার দাবিতে বাঘের বাজার এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেছেন, ফলে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শিল্প পুলিশ ও থানা-পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।