গাজীপুর নগরের দাক্ষিণখান এলাকায় গত শুক্রবার রাতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। হামলার পর থেকেই পুরো এলাকা শ্মশান নিস্তব্ধতায় পরিণত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুলিশি হয়রানি ও গ্রেপ্তার আতঙ্কে অনেকেই এলাকা ছেড়ে চলে গেছেন। বর্তমানে প্রায় প্রতিটি বাড়ির ফটকে ঝুলছে তালা, সড়কে নেই মানুষ বা যানবাহন।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হামলার পরই পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়, ফলে আতঙ্ক আরও বৃদ্ধি পায়। সড়ক ও আশপাশের এলাকায় মানুষের উপস্থিতি একেবারে কমে গেছে।
এর ফলে গাছপালায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ির মূল ফটকেও দুটি তালা ঝুলছে এবং তার আশপাশের বাড়িগুলোও ফাঁকা। চারদিকে শুনশান নীরবতা।
আফিয়া বেগম নামে এক বাসিন্দা জানিয়েছেন, “প্রতিদিন সড়কে মানুষ চলাচল করতো, পোলাপান খেলাধুলা করতো, কিন্তু এখন সড়কগুলো শূন্য। মনে হয় পুরো এলাকা শ্মশান হয়ে গেছে।”