গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় নেত্রকোনাগামী মহুয়া কমিউটার ট্রেনে আগুন লেগেছে।
বৃহস্পতিবার সকালে চলন্ত অবস্থায় ট্রেনটির পাওয়ার কারে আগুন ধরে গেলে সাতখামাইর স্টেশনের কাছে তা থামানো হয়।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আবুল খায়ের জানান, সকাল সাড়ে নয়টার দিকে ট্রেনটি জয়দেবপুর অতিক্রম করে শ্রীপুর পার হওয়ার পর আগুন লাগে। স্টেশন বন্ধ থাকায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। খবর পেয়ে প্রকৌশলীরা আগুন ছড়িয়ে পড়া বগিটি বিচ্ছিন্ন করে সরিয়ে ফেলেন।
জানা গেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার কাজ চলছে, তবে এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।