গাজীপুরে মোটরসাইকেলে এসে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে প্রকাশ্যে গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছে।
শনিবার সন্ধ্যার দিকে ভাওয়াল রাজবাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে।
গুলিবিদ্ধ ছাত্রের নাম মোবাশ্বের হোসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই গুলির ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. নয়ন দেওয়ান জানিয়েছেন, সন্ধ্যায় শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে মোটরসাইকেলে করে এসে এক ব্যক্তি গুলি করে পালিয়ে যায়। এতে আমাদের এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার রাতে গাজীপুরের ধীরাশ্রমের দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের হামলায় ভাঙচুরকারী বিক্ষুব্ধ জনতাদের ১৫ জন আহত হন।