গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ২ ঘণ্টা অবরোধের পর তা প্রত্যাহার করে নিয়েছেন ‘টেক্স’ নামক পোশাক কারখানার শ্রমিকরা।
অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় গাজীপুর সিটি করপোরেশনের গাজীপুরা এলাকায় তারা এ অবরোধ শুরু করেন। এতে ঐ এলাকায় যানজটের সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের গাজীপুরা এলাকায় গত অক্টোবর মাসের বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। সেখান থেকে তারা মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে গাজীপুর মহানগর পুলিশ, শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেতন পরিশোধের ব্যাপারে শ্রমিকদের আশ্বস্ত করলে তারা অবরোধ প্রত্যাহার করে নেন।