গাজীপুরে গত রোববার রাতে পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে সাবেক সংসদ সদস্য (এমপি) চয়ন ইসলামসহ ১০০ জনকে আটক করা হয়েছে। অভিযানে গাজীপুর জেলা পুলিশ ২১ জন এবং মহানগর পুলিশ ৭৯ জনকে আটক করে।
গাজীপুরের শ্রীপুর থেকে আটক হয়েছেন সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি এবং আওয়ামী লীগের নেতা চয়ন ইসলাম। এছাড়া কাশিমপুর থানার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম গায়েনও আটক হয়েছেন। গাজীপুর মহানগর পুলিশ গতকাল রাতেই যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকারকে উত্তরা থেকে গ্রেপ্তার করে।
গাজীপুর পুলিশ সুপার (এসপি) চৌধুরী যাবের সাদেক আজ সোমবার সকালে জানান, গত রাতে যাদেরকে আটক করা হয়েছে তারা সবাই পুরোনো আওয়ামী লীগ সরকারের সাথে সম্পৃক্ত।”
গত শনিবার থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের এই বিশেষ অভিযানটি শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুরে ছাত্রদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক বৈঠক করে। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর মাধ্যমে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।