গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ঢুকে বিক্ষুব্ধ ছাত্রজনতা হামলা ও ভাঙচুর চালানোর সময় স্থানীয়রা তাদের পিটুনি দিয়েছে।
গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে তিনজনের মাথায়, একজনের ডান হাতে ও আরেকজনের শরীরে গুরুতর আঘাত রয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে।
এদিকে আহতদের দেখতে শুক্রবার রাত ৩টার দিকে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ঘটনায় গাজীপুর সদর উপজেলার রাজবাড়ি মাঠে আজ শনিবার বেলা দেড়টার দিকে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের এক ফেসবুক পোস্টে বলেছে, ‘গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল-জাহাঙ্গীরের চাপাতিবাহিনীর হামলার প্রতিবাদে আজ শনিবার বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে উপস্থিত থাকবেন সারা দেশের আপামর ছাত্র–জনতা ও কেন্দ্রীয় নেতারা।’