গাজীপুরে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আরও ৮১ জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে গাজীপুর নগর থেকে ৬৯ জন এবং জেলা থেকে ১২ জনকে আটক করা হয়। এ নিয়ে গত তিন দিনে গাজীপুরে মোট ২৪৬ জনকে আটক বা গ্রেপ্তার করা হলো।
এর আগে গত শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনা ঘটে। এতে ১৫ জন শিক্ষার্থী আহত হন।
এ ঘটনায় শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক আবদুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।