গাজা উপত্যকার ভূমি আরও দখলে নিতে নতুন নির্দেশনা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
তিনি হামাসকে সতর্ক করে বলেছেন, হামাস যদি বাকি বন্দিদের মুক্ত না করে, তাহলে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) গাজার বেশ কিছু অংশ নিজেদের অন্তর্ভুক্ত করবে।
যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে পুনরায় গাজায় নৃশংস হামলা চালিয়েছে নেতানিয়াহু।
নতুন এই হামলার পর গাজার নেজারিম করিডোর দখল করে নিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারা এখন উত্তর গাজার বেইত লাহিয়া ও দক্ষিণ সীমান্তবর্তী রাফাহ শহরের দিকে অগ্রসর হয়েছে।
এর ফলে পুরো বিশ্ব থেকে আবারও বিচ্ছিন্ন হয়ে পড়েছে গাজা।