সুর পাল্টালেন ট্রাম্প। গাজার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানানোর পর তিনি এখন ভিন্ন কথা বলছেন। ফিলিস্তিন-ইসরায়েল সংকট সমাধানের জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধানে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
তিনি সাংবাদিকদের সাথে কথা বলার সময় গাজাকে একটি ‘নরক’ হিসেবে বর্ণনা করেন। তিনি জানান, ফিলিস্তিনিদের জন্য এমন একটি জায়গায় বসবাসের প্রয়োজনীয়তা রয়েছে যেখানে তারা কোনো ‘বাধা, যুদ্ধবিগ্রহ বা সংঘাত’ ছাড়া শান্তিপূর্ণভাবে জীবন কাটাতে পারবেন।
আগামী রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে আসছেন। সেখানেই তার সাথে ট্রাম্প দ্বিরাষ্ট্রীয় সমাধান নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন।
এর আগে ট্রাম্প গাজার বাসিন্দাদের মিসর, জর্ডান বা অন্যান্য আরব দেশে সরিয়ে নেওয়ার কথা বলেছিলেন। তবে সেই প্রস্তাব মিসর, জর্ডান এবং হামাস প্রত্যাখ্যান করেছে।
এদিকে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে কথা বলেছে কাতারও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “ফিলিস্তিনিদের অধিকারের গুরুত্বের বিষয়ে কাতারের অবস্থান পরিষ্কার এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানই একমাত্র সঠিক পথ।”