গাজার তিনটি স্কুলে ইসরায়েলি সামরিক বাহিনী ভয়াবহ হামলা চালিয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার চালানো এই হামলায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে ১৮ জনই শিশু।
এই ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।
গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা সিটির তুহফা এলাকায় ঐ তিনটি স্কুল অবস্থিত। স্কুলগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।
বৃহস্পতিবার গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭১ জনের মৃত্যু হয়েছে গাজা সিটিতে।