গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে বোমা হামলা চালানোর প্রতিবাদে তেলআবিবে বিক্ষোভ করেছেন হাজার হাজার ইসরায়েলি নাগরিক।
মঙ্গলবার (১৮ মার্চ) রাতে তারা বিক্ষোভ করেন। এসময় তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, নেতানিয়াহু ইসরায়েলি জিম্মিদের জীবনের নিরাপত্তা নিয়ে তেমন কোনো গুরুত্ব দিচ্ছেন না।
বিক্ষোভকারীরা জিম্মিদের ছবি হাতে নিয়ে স্লোগান দেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হেডকোয়ার্টারের কাছে অবস্থান নেন। এ সময় তারা নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকে।