গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় গত ২০ দিনে প্রায় ৫০০ শিশুর মৃত্যু হয়েছে।
গাজার মিডিয়া অফিসের এক বিবৃতিতে এ তথ্য পাওয়া গেছে।
বিবৃতিতে বলা হয়, ২০ দিনে মোট নিহতের সংখ্যা ১,৩৫০ জন। যার মধ্যে ৪৯০ জন শিশু।
মিডিয়া অফিস দাবি করেছে, শিশুদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।
বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর ২০২৩ থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা পেরিয়েছে ৫০ হাজার, যাদের অধিকাংশই নারী ও শিশু।