গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪০০ জন ছাড়িয়েছে।
মঙ্গলবার ভোরে ইসরায়েলি বাহিনী গাজায় এই ভয়াবহ হামলা শুরু করে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল দেকরান আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে হতাহতের এ তথ্য জানিয়েছেন।
নিহতদের মধ্যে অধিকাংশই শিশু রয়েছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। নিহতের সংখ্যা আরোও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। কারণ এখনও অনেকে ধ্বংসস্তূপের নেচে আটকে রয়েছে।
গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েল সাথে যুদ্ধবিরতিত অচলাবস্থার মধ্যে প্রথম এ ধরণের বড় হামলার ঘটনা ঘটলো।