ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বাহিনীর আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে ইসরায়েলের বিমান বাহিনীর অন্তত ৯৭০ জন কর্মী।
এসব কর্মীর উপরে ক্ষুব্ধ হয়েছেন বিমান বাহিনীর কমান্ডাররা। তারা তাদেরকে বহিষ্কারের হুমকি দিয়েছেন।
ইসরায়লি দৈনিক হারেৎজেরের বরাতে এ খবর দিয়েছে ব্রিটেনভিত্তিক মিডল ইস্ট মনিটর।
হারেৎজের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ইসরাইলি বিমান বাহিনীর প্রায় ৯৭০ জন কর্মী গাজায় সামরিক আগ্রাসনের বিরোধিতা করে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন। তবে পদত্যাগের বিষয়ে তারা কিছু বলেননি। নিয়মিত স্টাফদের পাশাপাশি রিজার্ভ পাইলট ও সেনা সদস্যও ঐ চিঠিতে স্বাক্ষর করেছেন।
তবে তারা যদি গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের দাবিতে লেখা চিঠি থেকে তাদের স্বাক্ষর প্রত্যাহার না করেন, তাহলে বহিষ্কার করা হবে বলে হুমকি দিয়েছেন বিমান বাহিনীর কমান্ডাররা।