ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ খেলতে নেমে বিকেএসপিতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
সোমবার (২৪ মার্চ) খেলতে নেমে আকস্মিক তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে বিকেএসপির পাশে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে বলে বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র জানিয়েছে।
ডিপিএলের এক সমন্বয়ক জানিয়েছেন, তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার নেয়া হলেও শারীরীক অবস্থা বিবেচনায় সেটি সম্ভব হয়নি। বর্তমানে তিনি সাভারের ফজিলাতুননেসা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।