জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, আন্দোলনে হাসপাতালেও পুলিশ ও আওয়ামী ক্যাডাররা গুলি চালিয়েছে, তাঁরা প্যাথলজিক্যাল খুনি।
তিনি বলেন, ‘ প্যাথলজিক্যাল খুনি যদি তিনি(শেখ হাসিনা) না হন, তাহলে তিনি দুই হাজার খুন করতে পারত না। কোন একটা জীবনের প্রতি তার যদি এই মায়া থাকত তাহলে সে আরেকটা জীবন ঝড়াতে পারত না’।
সারজিস আলম আরও বলেন, ‘ ৫ই আগস্টের পূর্বে আমরা ঐক্যবদ্ধভাবে যেভাবে জীবন দিয়েছি, আমরা এখনো সেই খুনিদের বিচার নিশ্চিত করতে এবং তাদের সকল প্রকার পুনর্বাসনের বিরুদ্ধে জীবন দিতে প্রস্তুত আছি’।
শনিবার সকালে চট্টগ্রাম নগরীর পিটিআই মিলনায়তনে চট্টগ্রাম বিভাগের ১০৫ শহীদ পরিবারের মাঝে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে চেক বিতরণের আগে সারজিস আলম এসব কথা বলেন।
এসময় তিনি গণমাধ্যমকে আরও বলেন, ‘খুনিরা নতুন করে ফিরে আসছে, নতুন করে গল্প লিখছে। যারা তাঁদের পুর্নবাসন করতে চায় তাঁদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে ও জীবন দিতে প্রস্তুত অছি।’