খাদ্যের মূল্য প্রতিদিন বাড়ছেই। গেল নভেম্বরে খাদ্য খাদ্যে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১৩.৮০ শতাংশে।
বৃহস্পতিবার মূল্যস্ফীতির এ হিসাব প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো(বিবিএস)।
বিবিএসের হিসাব অনুযায়ী গত বছরের নভেম্বরে কোন পণ্য কিনতে মানুষের ১০০ টাকা লাগলে এ বছর নভেম্বরে লেগেছে প্রায় ১১৪ টাকা।
খ্যাদ্যে মূল্যস্ফীতি বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এক রিক্সাচালক সময়ের দৃষ্টিকে জানিয়েছে, বর্তমান বাজারে চলতে গিয়ে তাদের খুব কষ্ট করে চলতে হচ্ছে। এক বেলা খেয়ে আরেক বেলা না খেয়ে চলতে হচ্ছে তাদের। খাদ্য কিনতে গিয়ে অনেক সময় তারা ওষুধ কিনতে পাচ্ছেন না।
এদিকে বেড়েছে খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতিও। শিক্ষা, চিকিৎসা, পরিবহন, বিনোদন সহ খাদ্য বহির্ভূত খাতগুলোতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯.৩৯ শতাংশ।
বিবিএসের সবশেষ তথ্য অনুযায়ী সার্বিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ১১.৩৮ শতাংশ। এর আগের মাসে যা ছিলো ১০.৮৭ শতাংশ।