কোরবানির পশুর চামড়ার নতুন দাম ঘোষণা করেছে সরকার।
গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে ৫ টাকা বৃদ্ধি করে ঢাকায় ৬০-৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫-৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। খাসি ও বকরির চামড়ার দাম যথাক্রমে ২২-২৭ টাকা ও ২০-২২ টাকা নির্ধারিত হয়েছে।
রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
তিনি আরও জানান, ঢাকায় কাঁচা চামড়ার সর্বনিম্ন মূল্য ১,৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১,১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, চামড়া সংরক্ষণের জন্য ৩০ হাজার টন লবণ বিনামূল্যে মাদরাসা ও এতিমখানায় দেওয়া হবে।
১০ দিন পর্যন্ত ঢাকার বাইরে থেকে কাঁচা চামড়া ঢাকায় আনা যাবে না এবং চামড়া রপ্তানিতে থাকা বিধিনিষেধও তুলে নেওয়া হয়েছে বলে জানান তিনি।