রাজধানীর কেরানীগঞ্জে পাঁচ বছরের শিশুকে খেলার সময় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুকে গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতলে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
এই ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।
ভুক্তভোগী শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, নার্সারিতে অধ্যয়নরত ৫ বছর বয়সী ওই শিশুটি গতকাল দুপুরে বাড়ির পাশে খেলার সময় এক কিশোর তাকে ফুঁসলিয়ে ধর্ষণ করে। বাড়ি ফেরার পর শিশুটির রক্তক্ষরণ দেখে তার বাবা-মা বিষয়টি বুঝতে পারে। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত কিশোরকে হেফাজতে নেয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।