রাজধানীর কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের ভেতরে ডাকাত ঢুকেছে। জনতা পুরো ব্যাংক ঘিরে ধরে পুলিশকে জানালে পুলিশ এসে অবস্থান নেয়।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ডাকাতদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছে। তবে এখনও তারা আত্মসমর্পণ করেনি।
জানা গেছে, দুপুর ২টার দিকে রূপালী ব্যাংকে ডাকাত ঢুকেছে বলে খবর রটে। পরে স্থানীয় মসজিদের মাইক দিয়ে মাইকিং করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ব্যাংকের চারদিক ঘিরে রাখে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ জানিয়েছে, ডাকাতদের আত্মসমর্পণ করার জন্য চেষ্টা চালাচ্ছেন তারা।