কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রাসেল ভাইপার সাপের কামড়ে কামরুজ্জামান প্রামাণিক (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত কামরুজ্জামান উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামের বাসিন্দা ও পেশায় একজন কৃষক।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে কলার বাগান পরিষ্কার করার সময় কামরুজ্জামানকে হঠাৎ রাসেল ভাইপার সাপে কামড় দেয়। কামড় খেয়ে সাথেই সাপটিকে মেরে ফেলেন তিনি৷
পরে সাপসহ তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। আধা ঘন্টা পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ কুষ্টিয়া সদর হাসপাতালে রাখা হয়েছে।