কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাহাড়পুর-নূরপুর কবরস্থানে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। সোমবার রাতে কবরস্থানের দুটি মরদেহের কঙ্কাল চুরি হয়েছে । এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ফজরের নামাজ শেষে কবর জিয়ারত করতে আসেন ছারা খাতুনের ছেলে রইসুল বিশ্বাস। তিনি এসে দেখেন, তার মায়ের এবং নাতি রাতুলের কবরের মাঝখানে গর্ত করা রয়েছে এবং কবরের ভিতরে কোনো দেহাবশেষ নেই। পাশাপাশি থাকা ভাতিজার কবরেও একই চিত্র লক্ষ্য করা গেছে।
এ ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা কবরস্থানে ভিড় জমাতে শুরু করেন এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ কবরস্থানের পাশের ভুট্টা ক্ষেত থেকে দুটি হাড়ের টুকরো, কিছু কাটার যন্ত্র এবং একটি টাউজার উদ্ধার করেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। তিনি বলেন, “ঘটনাস্থল থেকে হাড় ও কিছু সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”