আজ রোববার রাত আটটার মধ্যে আবাসিক হল খুলে দেওয়ার দাবি জানিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা।
ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) অনুষদের ডিন অধ্যাপক রফিকুল ইসলামের কাছে তারা আজ বিকেলে এ দাবি জানিয়ে আবেদনপত্র জমা দেন।
দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচী নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
তবে শিক্ষকরা জানিয়েছেন, হল খোলার সিদ্ধান্ত সিন্ডিকেটের এখতিয়ারভুক্ত।
সম্প্রতি সংঘর্ষ, মামলা ও প্রশাসনিক সিদ্ধান্ত ঘিরে কুয়েটে উত্তেজনা বিরাজ করছে। ফেব্রুয়ারির ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হন। এরপর বিশ্ববিদ্যালয়ের সব হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।