খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারির সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
একইসাথে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা শিক্ষা কার্যক্রম আগামী ৪ মে থেকে পুনরায় শুরু হবে এবং ২ মে থেকে আবাসিক হলগুলো খুলে দেয়া হবে।
সোমবার (১৪ এপ্রিল) রাতে অনুষ্ঠিত কুয়েট সিন্ডিকেটের ১০১তম জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, ঘটনার পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ৩৭ জন শিক্ষার্থীর বিভিন্নভাবে ইন্ধন ও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাদের সাময়িক বহিষ্কারের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন আরও কিছু ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পরদিন (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ঘটনার পর থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। ক্যাম্পাসে নিরাপত্তা এবং হল খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন।