ঢাকার হাজারীবাগে কিশোর গ্যাং সদস্যদের ছুড়িকাঘাতে এক কিশোর মারা গেছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে সে গুরুতর আহত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত কিশোরের নাম শাহাদত হোসেন আকবর শান্ত (১৭)।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল হাজারীবাগ পার্ক এলাকায় সাইকেল চুরি করতে গেলে কিশোরগ্যাং সদস্যদেরকে স্থানীয়রা ধাওয়া দেয়। স্থানীয়দের সাথে শাহাদাত হোসেনও ধাওয়া করেছিলো। পালানোর সময় কিশোর গ্যাং সদস্যরা শাহাদাতের বুকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়।
পুলিশ এখন পর্যন্ত তিন জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে।