নারায়ণগঞ্জে ঘুমের ওষুধ খাইয়ে কিশোরী মেয়ের নগ্ন ভিডিও ধারণ এবং পরে সেই ভিডিও দেখিয়ে ধর্ষণচেষ্টার সময় তার সৎবাবাকে (৪০) হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
গতকাল শনিবার রাতে নারায়ণগঞ্জ বন্দর অঞ্চলের এক আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা অভিযুক্ত সৎবাবার বিরুদ্ধে পর্নোগ্রাফি ও ধর্ষণচেষ্টার অভিযোগে পৃথক দুটি মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে কিশোরীর নগ্ন ভিডিও ধারণ করেন তার সৎ বাবা। সেই ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তিনি তাকে ধর্ষণের চেষ্টা করেন। এই ঘটনা ভুক্তভোগী তার মা ও প্রতিবেশীকে জানিয়ে দেন। কিন্তু তাতেও ক্ষান্ত হননি তিনি। গতকাল রাতে একইভাবে হুমকি দিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে কিশোরীর চিৎকার শুনে স্থানিয়রা ঘটনাস্থলে এসে সৎবাবাকে আটক করেন।
পরে তাকে থানায় নিয়ে আসে পুলিশ। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানিয়েছেন, ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় দুটি মামলা করেছেন। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।