কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন দেয়ায় স্ট্রোক করে মারা গেছেন তার স্ত্রী। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুরে এ ঘটনা ঘটে।
বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের বাড়িতে আগুন দেয়া হয়। এতে ভয়ে স্ট্রোক করেন তাঁর স্ত্রী আকলিমা বেগম (৬৭)
এর আগেও ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের বাড়িতে আগুন দেয়া হয়েছিলো। এসময় তার বাড়িতে লুটপাটও চালানো হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ৫ আগস্ট এর পর মো. শাহজাহান পলাতক রয়েছেন। বুধবার রাতে তার বাড়িতে দ্বিতীয়বারের মতো আগুন দেয়া হয়ে। এতে ভীত হয়ে আকলিমা বেগম স্ট্রোক করেন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, আগুন লাগার খবর পেয়েছি। তবে কেউ এ বিষয়ে থানায় অভিযোগ করেনি।