গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সকালে নামাশুলাই এলাকায় হওয়া এ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন একজন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, শনিবার সকালে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা কালিয়াকৈর উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় পৌঁছলে ইট ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই সিএনজি চালক ওবায়দুল ও অজ্ঞাত এক নারী(৫৬) ও অজ্ঞাত এক বৃদ্ধ (৭০)সহ তিনজন নিহত হয়।
আহত ব্যক্তিকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়েছে। নিহতব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।