পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় কারাগারে আটক ১৬ জন বিডিআর জওয়ান মুক্তি পেয়েছেন।
তাদেরকে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
এছাড়াও আজকে ১৭৮ জন সাবেক বিডিআর জওয়ান জামিনে মুক্তি পাবেন। তাঁদের মধ্যে ১২৬ জন গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাবেন। তারা সকলে সাড়ে ১৫ বছর ধরে কারাগারে আটক ছিলেন।
গত ১৯ জানুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় করা হত্যা মামলায় খালাস পাওয়া ব্যক্তিরা বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় জামিন পান।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর(বর্তমান নাম বিজিবি) বিদ্রোহ সংঘটিত হয়। দুই দিন ধরে চলা নৃশংসতায় ৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক মামলা হয়।