মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে করে বহু যাত্রী হতাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, বিধ্বস্ত হওয়া বিমানটিতে ৬২ জন যাত্রী ছিলো। বিমানটি বিধ্বস্ত হয়ে ভূমিতে পড়ার পর তাতে আগুন ধরে যায়। জরুরি পরিষেবা কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেছেন এবং এখন পর্যন্ত ২৫ জনকে উদ্ধার করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের খবরে জানা যায়, আজারবাইজান এয়ারলাইনসের এই ফ্লাইটটি আজারবাইজানের বাকু থেকে রাশিয়ার গ্রোজনি যাচ্ছিল। কুয়াশার কারণে বিমানটি পথ পরিবর্তন করে এবং পশ্চিম কাজাখস্তানের আকতাউ বিমানবন্দরের কাছে এটি দুর্ঘটনার শিকার হয়।
বিধ্বস্ত হওয়া এমব্রায়ার ১৯০ সিরিজের বিমানটির কোন যান্ত্রিক সমস্যা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় হতাহতদের সঠিক সংখ্যা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি এবং উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।