তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে নিজেরাই কলেজের ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার লাগিয়েছেন।
মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা এই ব্যানার লাগিয়ে দেন।
দীর্ঘদিন ধরে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা নিজেদের কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের দাবি জানিয়ে আসছে। সর্বশেষ গত শনিবার আজকের দিনের জন্যে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।
এর আগে গত ৩ ডিসেম্বর তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছিল শিক্ষা মন্ত্রণালয়।
তবে শিক্ষার্থীরা এই কমিটির কার্যক্রম নিয়ে অসন্তুষ্ট। তারা বলছেন, যে কমিটি গঠিত হয়েছে তারা এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি। শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরে কমিটি করেছে। আমরা এর প্রতিবাদ জানাই।