কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সশস্ত্র বিদ্রোহীদের আক্রমণে ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
রোববার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইভান ভেলাসেকুয়েজ জানিয়েছেন, শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) বিদ্রোহী গোষ্ঠী তিন দিন ধরে আক্রমণ চালিয়ে এই প্রাণহানির ঘটনা ঘটিয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার ইএলএন গোষ্ঠী উত্তর-পূর্ব ক্যাটাটুম্বো অঞ্চলে প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীর ওপর আক্রমণ শুরু করে।
এই গোষ্ঠীটি মূলত ২০১৭ সালে অস্ত্র সমর্পণ করা রেভ্যুলেশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) সাবেক সদস্যদের নিয়ে গঠিত। ফার্ক অস্ত্র সমর্পণের পর থেকে ওই গোষ্ঠীটি সশস্ত্র লড়াই চালিয়ে আসছিল।
আল জাজিরা জানিয়েছে, সংঘাতের কারণে বেসামরিক লোকেরা মাঝখানে আটকা পড়েছেন এবং রবিবার পর্যন্ত ৮০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।