দেশে করোনাভাইরাস সংক্রমণের হার আবারও বাড়তে থাকায় সীমিত পরিসরে করোনা পরীক্ষার কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
প্রাথমিকভাবে যেসব মেডিক্যাল কলেজ ও জেলা হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব রয়েছে, সেসব স্থানে পরীক্ষার কার্যক্রম শুরু হবে।
পর্যায়ক্রমে পরীক্ষার আওতায় আসবে যেসব হাসপাতাল:
• ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
• মুগদা জেনারেল হাসপাতাল
• চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল
• রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল
• খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল
• বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতাল
• সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল
• ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল
স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশীদ জানিয়েছেন, আরটি-পিসিআর ল্যাব যে হাসপাতালগুলোতে আছে সেগুলোকে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে।
তিনি আরও জানান, দেশীয় কোম্পানিগুলো থেকে ইতোমধ্যে করোনা পরীক্ষার কিট কেনা শুরু হয়েছে এবং কিট আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে।
আগামী ১০ দিনের মধ্যে সীমিত পরিসরে করোনার পরীক্ষা শুরু করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।