ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিয়ো রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম এ তথ্য জানান। পরে ব্রাজিলের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম গ্লোবো তা নিশ্চিত করে।
নেইমারের ক্লাব সান্তোস এক বিবৃতিতে জানায়, গত ৫ জুন (বৃহস্পতিবার) নেইমারের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। মেডিকেল বিভাগের পরামর্শে পরীক্ষার পর তার কোভিড রিপোর্ট পজিটিভ আসে।
বর্তমানে নেইমার আইসোলেশনে আছেন এবং বাড়িতে চিকিৎসকদের পরামর্শে বিশ্রাম নিচ্ছেন।
ক্লাবের পক্ষ থেকে আরও বলা হয়েছে, নেইমার আপাতত সকল ক্লাব কার্যক্রম থেকে বিরত থাকবেন এবং পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত মাঠে ফিরবেন না। ভক্তদের উদ্দেশ্যে তারা নেইমারের দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।