দেশের রাজনীতিতে আলোচিত ‘করিডর’ বিষয়ক গুঞ্জনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, করিডর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয়নি। কারো সঙ্গে কোনো কথা হবেও না।
বুধবার (২১ মে) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি জানান, “করিডর বলতে বোঝায় জরুরি সময়ে দুর্যোগপূর্ণ স্থান থেকে মানুষ সরিয়ে নেওয়ার একটি ব্যবস্থা। আমরা এখানে কাউকে সরাচ্ছি না।”
খলিলুর রহমান জানান, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্ষতিগ্রস্ত অঞ্চলে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া। তিনি বলেন, “করিডর তৈরির প্রয়োজনীয়তা নেই, আমাদের মূল অগ্রাধিকার হচ্ছে মানবিক সহায়তা নিশ্চিত করা।”
এ সময় তিনি আরাকান পরিস্থিতি নিয়ে আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানান এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত রাখতে সরকার সবসময় সচেতন রয়েছে বলেও আশ্বস্ত করেন।