ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪০৩ টাকা। একই সঙ্গে প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ২৭ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬৪ টাকা ৩০ পয়সা।
আজ সোমবার (২ জুন) এক ঘোষণায় এ তথ্য জানায় বিইআরসি। সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়।
এর আগে গত মে মাসে এলপিজির দাম ১৯ টাকা কমানো হয়েছিল।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্য কমায় তার সাথে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ করা হয়েছে।