সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়া সরগরম। বিয়ের ছবি ভাইরাল হলেও নিজ থেকে কিছুই জানাননি তিনি।
সন্ধ্যায় বিয়ের ব্যাপারে তার বিস্তারিত জানানোর কথা থাকলেও জানালেন সামান্যতেই। নিজের ফেসবুক ওয়ালে নববধূর সাথে হাস্যজ্জ্বল ছবি পোস্ট করে কবিতার ভাষায় দিলেন বিয়ের বার্তা।
শনিবার সন্ধ্যায় তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন,‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’
সেখানে তিনি হ্যাশট্যাগও জুড়ে দিয়েছেন। হ্যাশট্যাগে নববধুকে সম্বোধন করে লিখেছেন ‘হোমফরলাইফ’।
অবশ্য সারাদিন তাহসানের স্ত্রী জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে নিয়ে নেটিজেনরা একপ্রকার মেতেই ছিলেন। একজন লিখেছেন, ‘অবশেষে চাঁদের আলো খুঁজে পেলেন আমাদের তাহসান ভাই’। রোজার সৌন্দর্য নিয়ে অনেকে আপ্লুত। প্রশংসায় মেতে উঠেছেন তারা। এক তাহসান ভক্ত লিখেছেন,এমন সুন্দরী মেয়েই যেন তাহসান ভাইয়ের বউ হয়, এটা আমার চাওয়া ছিল। এখন খুব খুশি লাগছে আমার।
রোজা আহমেদ গত এক দশক ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে মেকওভার আর্টিস্ট হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। তিনি যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা করেছেন এবং নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার নামে তার একটি প্রতিষ্ঠানও রয়েছে।
প্রসঙ্গত, ২০০৬ সালে অভিনেত্রী মিথিলার সাথে বিয়ে হয় তাহসানের। পরে ২০১৭ সালে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। তাদের ঘরে আইরা তাহরিম খান নামের একটি কন্যা সন্তান রয়েছে।