কক্সবাজারে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলা ও সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে শাহাব কবির নাহিদ (৩০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার বিমানবন্দরের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ কক্সবাজার শহরের সমিতিপাড়ার বাসিন্দা প্রবীণ শিক্ষক মো. নাছির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে কুতুবদিয়া পাড়ার এক তরুণ বিমানবাহিনীর তল্লাশিচৌকিতে হেলমেট না পরা নিয়ে কর্তব্যরত সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে জাহেদের আত্মীয়স্বজন ঘটনাস্থলে এসে বিমানবাহিনীর ঘাঁটি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের মধ্যেই বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়, যার একটিতে গুলিবিদ্ধ হন নাহিদ।
স্থানীয়রা আহত নাহিদকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিহাবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ লোকজন বিমানবাহিনীর ঘাঁটির দিকে এগোতে থাকেন। দুপুর ১২টার দিকে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, “পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত ৫০-৬০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে।”
দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, “কক্সবাজারের সমিতিপাড়ার কিছু দুর্বৃত্ত বিমানবাহিনীর ঘাঁটির ওপর অতর্কিত হামলা চালিয়েছে। বাংলাদেশ বিমানবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।”