বাসের সঙ্গে পাল্লা দিতে গিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে মাইক্রোবাসের। এই ঘটনার জেরে ওই মাইক্রোবাসে থাকা যাত্রীরা লাঠিসোঁটা নিয়ে বাসটিতে ভাঙচুর চালান। তাদের সাথে যোগ দেন অপর একটি মাইক্রোবাসের যাত্রীরাও। প্রতিবাদে নেমে আসেন বাসের যাত্রীরাও। ভাঙচুর করেন মাইক্রোবাস দুটি।
শুক্রবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটেছে। উভয় পক্ষকে শান্ত করতে স্থানীয় জনতা চেষ্টা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে একটি মাইক্রোবাস জব্দ করেন। অপর মাইক্রোবাসটি পালিয়ে যায়।
বাসের এক যাত্রী নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা বলে পরিচয় দিয়ে জানান, প্রতিযোগিতা করে গাড়ি চালাতে গিয়ে সকাল সাড়ে ছয়টার দিকে মাইক্রোবাসটির সঙ্গে বাসের কিছুটা ঝামেলা হয়। এ সময় মাইক্রোবাসে থাকা তরুণদের কাছে ক্ষমা চান বাসের চালক। এরপরও কিছুদূর অতিক্রম করার পর ওই তরুণেরা দ্বিতীয় দফায় বাসটি আটকে জানালার কাচ ভাঙচুর করেন। পরে বাসের কিছু যাত্রী নেমে প্রতিবাদ করেছেন।
বার আউলিয়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল বাতেন বলেন, ওভারটেক করা নিয়ে সমস্যার জেরে দুটি গাড়ির যাত্রীরা পাল্টাপাল্টি ভাঙচুর করেছেন। তারা মীমাংসা করতে না পারলে গাড়ি দুটোকে হাইওয়ে থানায় নিয়ে গিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।