‘চকলেট বয়’ খ্যাত ওড়িয়া সিনেমার জনপ্রিয় অভিনেতা উত্তম মহান্তি আর নেই। বৃহস্পতিবার রাতে দিল্লির গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, লিভারে গুরুতর অসুখে আক্রান্ত হন তিনি। ফেব্রুয়ারির শুরুতে ভুবনেশ্বরের একটি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন।
অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৬ বছর।
১৯৭৭ সালে সাধু মেহের পরিচালিত ‘অভিমান’ ছবি দিয়ে তিনি চলচ্চিত্রে প্রবেশ করেন। এরপরে আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।
‘নিঝুম রাতি রা সাথি’, ‘চিনহা অচিন’, ‘রামায়ণ’, ‘তপস্যা’, ‘রাম বলরাম’, ‘পালটক’, ‘অভিলাষা’, ‘দন্ড বালুঙ্গা’, ‘পূজা ফুল’, ‘জাগা হাতরে পাগা’ সহ অনেক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি।